কবিতা-পথের মায়া||টিটোন হোসেন-শব্দকথা

স্বপ্ন দেশের স্বর্গ পরী
কোথায় তোমার ঘর? 
সবুজ বনের ওপাশে তো
মেঘ বৃষ্টি ঝড়। 

পাহাড় ছোঁয়া সাধ যে জাগে
মনের কোণে কোণে, 
তোমার খোঁজে বিরাগ বেশে 
ঘুরি পথে পথে। 

পথ হারানো পথিক আমি 
ঘুরি দেশে দেশে,
জলের দেশে অতল তলে
মুক্ত যদি মেলে।

লতাগুলো হেলে দুলে 
ঝুমুর পরে পায়, 
দূর গগনে মেঘের ডাকে 
ফিরে ফিরে চায়।

ছন্দ দোলায় মন নাচে যে
নদীর কূলে কূলে, 
মায়া মুখে সাগর ডাকে
শুধু তোমায় চেয়ে। 

পাখির মতো পাখা মেলে
উড়তে যদি পারতাম,
তোমায় নিয়ে সবুজ বনে
গাছের কোলে রাখতাম।


Post a Comment

0 Comments