Today's Bangladesh (আজকের বাংলাদেশ)

তিলে তিলে গড়ে ওঠা স্বপ্ন
নির্ঘুম রজনী পার করে কতটা বছর!
হিসেবহীন পঞ্জিকা পাতায়
যুগের ক্রম পরিবর্তনে আঁকা রেখা
তা থেকে জন্ম নেয়া একটি দেশ,
সুজলা সুফলা শস্য শ্যামলা
একটি লাল সবুজের ভুমি,
আজকের বাংলাদেশ।

ইংরেজদের যাতাকলে পিষ্ট,
কঠোর আন্দোলনে বাঙালী
হারিয়ে সম্ভ্রম, বিপন্ন লাখো জীবন,
বাঙালীর মুক্তির ইতিহাস,
তবেই না হয়েছে এ দেশ
হয়েছে আজকের বাংলাদেশ।

পাকিস্তানি শোষকেরা যুগে যুগে,
আজ্ঞাবাহী হয় জনগণ পিষ্ট করে
বারবার যুদ্ধ, পরাক্রম শক্তির পরীক্ষা,
ছিনিয়ে নিয়ে মুখের সে ভাষা
তবেই না স্বপ্ন দেখা;একটি নতুন দেশের,
আজকের বাংলাদেশ।
সালাম, জব্বার আর রফিক, 
বরকতদের রক্তের বিনিময়ে,
ভাব প্রকাশের একটি ভাষা বাংলা।

৭১ এর মহান স্বাধীনতা রুখতে
ঘৃনিত বর্বর আক্রমন,
নিরীহ মানুষদের উপর জুলুম নির্যাতন,
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে
লাখো বীরাঙ্গনার লালিত স্বপ্ন,
একটি লাল সবুজের ভুমি,
আজকের বাংলাদেশ।

ছিন্ন ভিন্ন জনপদ,কর্মহীন জনগোষ্ঠী,
ক্ষুধা দারিদ্র্যতায় পিছিয়ে পড়া
সাত কোটি জনগনের একটিই স্বপ্ন 
লাল সবুজের পতাকার একটি দেশ
আজকের বাংলাদেশ।

চারিদিকে আন্তঃকলহের দামামায়
বহির্শত্রু মুক্ত করলেও
বীজ রয়ে গিয়েছিল সেদিন,
৭৫ এর ১৫ই আগষ্ট স্বপরিবারে
হত্যা করে বাঙালী জাতীর পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
কলঙ্কিত করে লাল সবুজের পতাকা,
আওয়ামী শক্তিকে কুটকৌশলে
ক্ষমতার নগ্ন থাবায় পিষ্ট করে
লাল সবুজের মুক্তি চেতনাকে,
পরাজিত করে বারবার দীর্ঘ কারাবরণ। 

আর হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে
নতুন করে পাওয়া-
স্বাধীন সার্বভৌম লাল সবুজের দেশ
আজকের বাংলাদেশ।

Post a Comment

0 Comments