কবিতা||আত্নসুখের কল্পিত পরাগায়ন||এম এ ওয়াজেদ

 আত্নসুখের কল্পিত পরাগায়ন||এম এ ওয়াজেদ 

শব্দকথা
লেখক ও কবিঃ এম এ ওয়াজেদ 
আশাবাদী উৎসমুখে মন্দ বাতাসের কিম্ভূত আলোড়ন
অনেক আশার মৃত্যু ঘটে ; কুসুমের ব্যথিত কোরকে 
গন্ধমূষিকের অবৈধ সাহসিক অনুপ্রবেশ অথবা আগমন
হে বিরহী গোলাপ ! অধিকার অন্তরিন নষ্টতার মোড়কে ৷

প্রেয়সীর অন্তর্দেশে ঔপমিক অন্তরীয় যন্ত্রণায় জরাজীর্ণ
তপোলোকে বাসর যাপনের আত্নসুখে বিভোর ডালিম কুমার
হিংসার ভাগাড়ে মিথ্যা অভিবাদন কদাচার আকীর্ণ 
অভিযোজিত অভিভূতির প্রপাতে শুনি আর্ত চিৎকার ৷

সভ্যতার প্রবালদ্বীপে বাস্তুত্যাগী আদমের দীর্ঘ সারি
কল্পিত পরাগায়নের জলবিহারে ভেসে থাকা লাশ 
সংবাদ সম্মেলনে হাজারো মিথ্যুকের গগন বিদারী 
ধ্বনি ; মঙ্গলকামনার অশুভক্ষণে মানবতার সর্বনাশ ৷

সেই কবে ভুলে গেছি শুভ্রতার সরল সত্যায়ন 
সারঙ্গীর আনন্দ সঙ্গীত সাম্রাজ্যবাদী দংশনে 
ক্ষত বিক্ষত ; খাঁটি প্রেমের রাজকুমার করেছে পলায়ন 
মুমূর্ষু সভ্যতা আত্নসুখ খোঁজে কল্পিত পরাগায়নে ৷৷


লেখক ও কবিঃএম এ ওয়াজেদ 
আমানা গ্রীন সিটি , নওগাঁ সদর , নওগাঁ।


Post a Comment

0 Comments