এদেশের মাটি আমার মা,
এদেশের সবুজ ভুমি
আমার বিছানা।
লাঙ্গল আমার কলম
ধুধু প্রান্তর আমার
লেখার খাতা।
প্রকৃতির বৃষ্টি আমার
কলমের কালি,
পাখির কলরব আমার
ঘুুমপাড়ানী গান।
নদীর নাব্যতা আমার
দেহের প্রাণ,
সাগর আমার স্বপ্ন
আকাশ আমার কল্পনা,
পাহাড় আমার বিশ্বাস।
প্রকৃতির ফুল আমার চিত্ত,
আমি এদেশের মানুষের
একজন ভৃত্য।

0 Comments