আজ রোদ উঠুক, কি বৃষ্টি হোক,
ভাব উঠুক বা নাই উঠুক-
টিনের চালায় ঝনঝনিয়ে ঝুমুর তালের নিত্য হোক।
কলকলিয়ে ফ্যালফলিয়ে চোখের তাঁরায় মিলন হোক,
হৃদয় টানে হৃদয় নিয়ে যুদ্ধ হোক।
টিনের চালায় ঝনঝনিয়ে ঝুমুর তালের নিত্য হোক।
কলকলিয়ে ফ্যালফলিয়ে চোখের তাঁরায় মিলন হোক,
হৃদয় টানে হৃদয় নিয়ে যুদ্ধ হোক।
হঠাৎ ঘুমে কিম্বা জাগায় নতুন কিছু সৃষ্টি হোক,
চাঁদ উঠুক বা নাই উঠুক,তারা থাকুক বা নাই থাকুক ;
দূর গগনে চুম্বন হোক।
অজ পাড়াতে সুর উঠুক বা নাই উঠুক,
বালিকা বধূর নৃত্য হোক;
দূর গায়ের ঐ দক্ষিণ কোণে তুমি আমি খেয়াল ভুলে
দুই হৃদয়ে মিলন হোক।
ঝড় উঠুক বা না উঠুক, আম পড়ুক বা নাই পড়ুক;
অজ পাড়াতে সুর উঠুক বা নাই উঠুক,
বালিকা বধূর নৃত্য হোক;
দূর গায়ের ঐ দক্ষিণ কোণে তুমি আমি খেয়াল ভুলে
দুই হৃদয়ে মিলন হোক।
ঝড় উঠুক বা না উঠুক, আম পড়ুক বা নাই পড়ুক;
ডাল ভাঙুক বা নাই ভাঙুক, আকাশ বাতাস মিলন হোক।
উর্দি থাক বা খোলা হোক, নয়ন যেনো না নাচুক,
হর্ষ বিষাদ ভুলে গিয়ে হৃদয়েতে বান আসুক।
নিভু আলোয় চন্দ্রলোকে জোয়ার হোক,
দুয়ার পাড়ে নদীর ঘাটে ভাঁটার টানে নাই আসুক
নৌকা থাক বা নাই থাকুক জোয়ার ভাঁটার সৃষ্টি হোক।
কালো কেশে ভ্রমর হোক, চোখের কোণে বৃষ্টি হোক;
বসন্তের কোকিল বিনে শ্রাবণে শালুক হোক।
পদ্ম পাতায় জল গড়ানো নতুন কিছু সৃষ্টি হোক।
মিলন মেলায় রথের পথে নৃত্য হোক,
হিন্দুবালার কপাল ভাজে রক্ত রাঙা সিঁদুর হোক;
ভালোবাসায় পূর্ণতারই সৃষ্টি সুখের উল্লাস হোক।
হাজার বছর পথ চলার ঐ স্বপ্ন বিলাস বাগান হোক।
পাগল হোক বা ভালো হোক হিসাব কিতাব নাই আসুক,
বড় ছোটোর হিসাব ভুলে দুই হৃদয় আজ সমান হোক,
সব ভুলে আজ দুই মনেরই মিলন হোক।
স্বর্গপরী না নামে আজ বজ্রপাতে মরণ হোক
মেঘ বিনে আজ বৃষ্টি হোক, ডোবার পাশে ব্যাঙ ডাকুক;
হৃদয় ক্ষত অনুরাগে তার ছেড়া এক বীনা হোক।
উর্দি থাক বা খোলা হোক, নয়ন যেনো না নাচুক,
হর্ষ বিষাদ ভুলে গিয়ে হৃদয়েতে বান আসুক।
নিভু আলোয় চন্দ্রলোকে জোয়ার হোক,
দুয়ার পাড়ে নদীর ঘাটে ভাঁটার টানে নাই আসুক
নৌকা থাক বা নাই থাকুক জোয়ার ভাঁটার সৃষ্টি হোক।
কালো কেশে ভ্রমর হোক, চোখের কোণে বৃষ্টি হোক;
বসন্তের কোকিল বিনে শ্রাবণে শালুক হোক।
পদ্ম পাতায় জল গড়ানো নতুন কিছু সৃষ্টি হোক।
মিলন মেলায় রথের পথে নৃত্য হোক,
হিন্দুবালার কপাল ভাজে রক্ত রাঙা সিঁদুর হোক;
ভালোবাসায় পূর্ণতারই সৃষ্টি সুখের উল্লাস হোক।
হাজার বছর পথ চলার ঐ স্বপ্ন বিলাস বাগান হোক।
পাগল হোক বা ভালো হোক হিসাব কিতাব নাই আসুক,
বড় ছোটোর হিসাব ভুলে দুই হৃদয় আজ সমান হোক,
সব ভুলে আজ দুই মনেরই মিলন হোক।
স্বর্গপরী না নামে আজ বজ্রপাতে মরণ হোক
মেঘ বিনে আজ বৃষ্টি হোক, ডোবার পাশে ব্যাঙ ডাকুক;
হৃদয় ক্ষত অনুরাগে তার ছেড়া এক বীনা হোক।

0 Comments