একলা একা একটি আকাশ
পড়ছে দূরে নুয়ে,
যতোবারই দৃষ্টি ফেলি
আসে না তো ফিরে।
তারায় তারায় ছন্দ যতো
সব পড়েছে ঝরে,
আমি আগায় সেও পিছায়
মিছে মিছে নেয়ে।
আকাশ জমিন ঘুরে ফিরে
যখন আসি কাছে,
আকাশ তুমি একলা একা
বারবার কেনো মিছে।
কলাপাতায় জল পড়েছে
রোদে ঝলমল,
চোখের তারা হীরের মতো
আলো যে ধাঁধাঁয়।
ফুলের কানে ভ্রমর খেলে
দেখি কত চেয়ে,
লাজুক হাসি ফুলের মুখে
পাতায় পাতায় দোলে।
যতোবারই দৃষ্টি ফেলি
আসেনা তো ফিরে,
আকাশ তুমি একলা একা
বারবার কেনো মিছে।

0 Comments