I smile at his introduction,
cry at his introduction,
Drown in its waters, float in its waters,
Embrace her soft body,
Seek happiness from him, seek sorrow,
I breathe in his air.
I seek refuge in his shadow,
I put my feet on her soft juicy chest,
I drink the suddha of his chest with burning thirst,
I sing only his song with a strong voice,
I just look where it goes
He is in great glory.
I get blocked at its limit again and again
Sing his liberation song again,
entangles itself in its vine leaves,
Dwell in her cool bed,
Maya jachi in his arms.
I fall in love again and again with her vicissitudes,
I weep at his bully's face,
A glimpse of green in the bloody wound on the chest,
In his grief, life is sacrificed,
I continue on his chest.
I bathe again and again in its fountain,
Aki the colorful cover on its branches,
I turned and settled on his chest,
I look at his smiling face,
I am overwhelmed by his Baisakhi storm,
Turned around with hope again.
I paint his chest golden,
I took a step against his chest,
Burnt in his glory,
I fell again and again in its dust.
I am in his juice-
transform myself again and again,
oh my motherland
I love you very much.
আমি তার পরিচয়ে হাসি,
তার পরিচয়ে কাঁদি,
তার জলে ডুবি, তার জলেই ভাসি,
তার নরম দেহে আলিঙ্গন করি,
তার কাছে সুখ খুঁজি, দুঃখ খুঁজি,
আমি তার বাতাসে নিঃশ্বাস নেয়।
আমি তার ছায়ায় আশ্রয় যাচি,
চরণ ফেলি তার নরম রসালো বুকে,
তপ্ত তৃষ্ণায় তার বুকের সুধা পান করি,
দৃপ্ত কণ্ঠে শুধু তার গান গাই,
আমি যেখানে যায় শুধু খুঁজি
তার জলে ডুবি, তার জলেই ভাসি,
তার নরম দেহে আলিঙ্গন করি,
তার কাছে সুখ খুঁজি, দুঃখ খুঁজি,
আমি তার বাতাসে নিঃশ্বাস নেয়।
আমি তার ছায়ায় আশ্রয় যাচি,
চরণ ফেলি তার নরম রসালো বুকে,
তপ্ত তৃষ্ণায় তার বুকের সুধা পান করি,
দৃপ্ত কণ্ঠে শুধু তার গান গাই,
আমি যেখানে যায় শুধু খুঁজি
তারে অপার মহিমায়।
আমি তার সীমায় অবরুদ্ধ হই বারবার
আবার মুক্তির গান গাই তার,
তার লতায় পাতায় নিজেকে জড়ায়,
তার শীতল শয্যায় নিবাস গড়ি,
তার আঁচলে মায়া যাচি।
আমি তার এলোচুলে বারবার প্রেমে পড়ি,
আমি তার বুলির বিহনে কেঁদে মরি,
রক্তাক্ত ক্ষত বুকে সবুজের আল্পনা আকি,
তার দুঃখ বিহনে জীবন ত্যাগী,
আমি তার বুকে অবিরত চলি।
আমি তার ঝর্ণায় বারবার ভিজি,
তার শাখায় রঙিন প্রচ্ছদ আকি,
তার বুকে ঘুরি ফিরি বসতি গড়ি,
তার চিলতে হাসিতে নবান্ন দেখি,
আমি তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হই,
আবার আশা নিয়ে ঘুরে দাঁড়ায়।
আমি তার বুকে সোনালী রং আকি,
তার বুকের রেনু বিধৃত কদম তুলি ,
তার দাবদাহে পুড়ি,,
আমি তার ধুলোয় বারবার লুটিয়ে পড়ি।
আমি তার রসে রুপে-
আমি তার সীমায় অবরুদ্ধ হই বারবার
আবার মুক্তির গান গাই তার,
তার লতায় পাতায় নিজেকে জড়ায়,
তার শীতল শয্যায় নিবাস গড়ি,
তার আঁচলে মায়া যাচি।
আমি তার এলোচুলে বারবার প্রেমে পড়ি,
আমি তার বুলির বিহনে কেঁদে মরি,
রক্তাক্ত ক্ষত বুকে সবুজের আল্পনা আকি,
তার দুঃখ বিহনে জীবন ত্যাগী,
আমি তার বুকে অবিরত চলি।
আমি তার ঝর্ণায় বারবার ভিজি,
তার শাখায় রঙিন প্রচ্ছদ আকি,
তার বুকে ঘুরি ফিরি বসতি গড়ি,
তার চিলতে হাসিতে নবান্ন দেখি,
আমি তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হই,
আবার আশা নিয়ে ঘুরে দাঁড়ায়।
আমি তার বুকে সোনালী রং আকি,
তার বুকের রেনু বিধৃত কদম তুলি ,
তার দাবদাহে পুড়ি,,
আমি তার ধুলোয় বারবার লুটিয়ে পড়ি।
আমি তার রসে রুপে-
নিজেকে বারবার রূপায়িত করি,
হে আমার মাতৃভূমি,
তোমায় বড্ড বেশি ভালোবাসি।

0 Comments