If the color is smeared
sing along,
On the way on the way...
Everyone will come and say-
As a saint,
A real badass.
Ocher turban
All crafts will be,
Sitting in the heart
Meditate Maharaja.
Get out of the house
Kalarab Gunjan,
Discussion in someone's name
Maybe an exaggeration.
Takes it in design
body area
Pretend to sit down
Dressed as a saint.
Religion makes capital
Someone is a pilgrim,
Satisfied!
Become a monk.
Where the Lord is always,
Who are you there?
As a saint
Judgment!!!
Feels stupid
to understand everything
Fingers of the languageless
As indicated.
যদি রঙ মেখে
সং সেজে,
ঘুরি পথে পথে....
বলবে সবাই এসে-
সালা সাধু বেশে,
পাক্কা বদমাশ।
সং সেজে,
ঘুরি পথে পথে....
বলবে সবাই এসে-
সালা সাধু বেশে,
পাক্কা বদমাশ।
গেরুয়া পাগড়ি যতো
হবে সব কারুকাজ,
মনের ঘরেতে বসে
করি ধ্যান মহারাজ।
হবে সব কারুকাজ,
মনের ঘরেতে বসে
করি ধ্যান মহারাজ।
ঘরের বাইরে যতো
কলরব গুঞ্জন,
কারো নামে আলোচনা
হয়তোবা অতিরঞ্জন।
কলরব গুঞ্জন,
কারো নামে আলোচনা
হয়তোবা অতিরঞ্জন।
নকশায় একে নেয়
শরীরের অঙ্গন।
বসনে ভান ধরে
সাজে সাধু সজ্জন।
শরীরের অঙ্গন।
বসনে ভান ধরে
সাজে সাধু সজ্জন।
ধর্ম পুঁজি করে
কেউ হয় হাজী,
মিটিয়ে সাধ!
হয়ে যায় সন্ন্যাসী।
কেউ হয় হাজী,
মিটিয়ে সাধ!
হয়ে যায় সন্ন্যাসী।
স্রষ্টা সর্বদা যেখানে,
সেখানে কে তুমি?
সাধু বেশে
বিচারের!!!
সেখানে কে তুমি?
সাধু বেশে
বিচারের!!!
নির্বোধের বোধ থাকে
সবকিছু বুঝবার,
ভাষাহীনের অঙ্গুলি
যেমনটি ইশারার।
সবকিছু বুঝবার,
ভাষাহীনের অঙ্গুলি
যেমনটি ইশারার।

0 Comments